নয়া আলো ডেস্কঃ- আজ শুক্রবার বিকাল ৪ টায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থান ও পূর্ণবাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরাইল উপজেলাধীন অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো.রেজওয়ানুর রহমান।
অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ৫০ জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করাসহ ভিক্ষামুক্ত করার লক্ষ্যে মুদির দোকান,বয়স্ক ভাতা,হাঁস-মুরগী,চা-দোকান, ছাগল,ভ্যান-রিক্সা,বিধবা ভাতা,ও সেলাই মেশিন যোগ্যতা ভিত্তিক ভিক্ষুকদের মধ্যে প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া- ২আসনের সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে সরাইল উপজেলা মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেছেন।
রুমিজ উদ্দীনের সঞ্চালনায় ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক মো.রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান এড.আব্দুর রহমান,সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো.জহিরুল ইসলাম,সরাইল থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দীন ভূঁইয়া,পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সম্পাদক মাহবুব খান বাবুল, আওয়ামীলীগ নেতা মো.মাহফুজ আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, অরুয়াইল ইউপি আওয়ামীলীগ সভাপতি আবু তালেব,এড.গাজী মো.শফিক,অরুয়াইল যুবলীগ আহবায়ক গাজী বোরহান উদ্দিন,অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীমন্ত চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ভাটিয়াঞ্চল নাগরিক সচেতন সমাজের সহ-সাধারণ সম্পাদক শেখ মো.সুলভ ও অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ইউপি মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।