আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলা হাসপাতালের সামনে আগৈলঝাড়া পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফপিআই সুশান্ত কুমার দাস, পরিমল হালদার, সঞ্জয় ঢালী, মোঃ নাজমুল ইসলাম, প্রিন্স ওঝা, এফডাবি¬উএ রাজিয়া খানম, কানন মন্ডল, সঞ্জিতা বাড়ৈ, করুনা সরকার, হাসপাতালে প্রশিক্ষনে আসা বিভাগীয় কমিটির সদস্য ফকরুল আলম ও জেলা সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ প্রমুখ। এসময় তারা ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।