নয়া আলো ডেস্কঃ- নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান আলিফের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে তার মরদেহ ঢাকা আসছে।
আলিফের ছোট ভাই ইয়াসিন আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে।’
ইয়াসিন আরাফাত জানান, আলিফের মরদেহ বিমান বন্দর থেকে তিনি ও তার বড় ভাই আশিকুর রহমান হামিম গ্রহণ করবেন। তিনি ঢাকাতেই আছেন। বড় ভাই হামিম খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। দুই ভাই মিলে মরদেহ গ্রহণ করে মাওয়া হয়ে খুলনার উদ্দেশে যাত্রা করবেন।
Please follow and like us: