১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ৬ষ্ঠ দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আবারও সুখসাগরকে হারিয়ে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট




৬ষ্ঠ দিনাজপুর মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট আবারও সুখসাগরকে হারিয়ে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২২, ২০:১২ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৬ষ্ঠ দিনাজপুর মাষ্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আনন্দসাগর ব্লাষ্ট। আর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উংসবমুখর পরিবেশে শেষ হলো এবারের খেলা। গতবারের রানার আপ সুখসাগর ওয়ারির্সকে ৮ ইউকেটের ব্যবধানে হারিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ৩০ বলে ৬০ রান করার সুবাদে আনন্দ সাগর ব্লাষ্টের মুরাদ ম্যান অব দি ম্যাচের পুরস্কার পায়।

খেলা শেষে চ্যাম্পিয়ন আনন্দসাগর ব্লাস্ট দলের ম্যানেজার সৈয়দ সাগির আহমেদসহ খেলোয়াড় এবং রানার্স আপ সুখসাগর ওয়ারিয়র্স দলের ম্যানেজার ছবি কবিরুল হাইসহ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মিজানুর রহমান পাটোয়ারী বাবু প্রমুখ।

আজ বুধবার দুপুরে দিনাজপুর বড়মাঠে ৬ষ্ঠ মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টসে জিতে সুখসাগর ওয়ারির্স ব্যাটিং নেয় নির্ধারিত ২০ ওভারে সব ইউকেট হারিয়ে ১৭৫ রান করে। ১৭৬ রানের লক্ষ্য নিয়ে আনন্দ সাগর ব্লাষ্ট ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সমর্থ হয়। সর্বোচ্চ রান করার জন্য আনন্দসাগর ব্লাষ্টের মোবাশ্বের বাবু মাস্টারস অব দি ম্যাচ এবং বেষ্ট পারফরমেন্সের জন্য মাস্টার অব দি টুর্নামেন্ট হয়েছেন সুখ সাগরের আপেল।

এর আগের দিন মঙ্গলবার প্রবীণদের নিয়ে গড়া লিজেন্ড যমুনা হান্টার ও পদ্মা ফাইটারস এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে যমুনা হান্টার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান করে। ১১৭ রানের লক্ষ্য নিয়ে পদ্মা ফাইটার্স ১২ ওভারে মাত্র একটি উইকেট খুইয়ে বিশাল ব্যবধানে যমুনা হান্টার্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ৬ষ্ঠ দিনাজপুর মাষ্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে মুল পর্বে ৬টি দল ও লিজেন্ড পর্বে দুইটি দল অংশ নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET