“ ধর্ম,বর্ণ ভিন্ন মত- সবার জন্য খেলাফত ” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস,আটোয়ারী উপজেলা শাখার আহ্বানে রবিবার ( ৫ জানুয়ারি) বাদ যোহর ,দুপুর ২টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে দাওয়াতি মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ট্রাফিক মোড় মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ¦ হাফেজ মোঃ মীর মোরশেদ(তুহিন), শ্রমিক মজলিসের পঞ্চগড় পৌর সভাপতি মোঃ শফিকুল ইসলাম(শফিক), বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় সদর উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুস সোবহান, বাংলাদেশ খেলাফত মজলিস আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মাওঃ ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম,বাংলাদেশ খেলাফত মজলিস বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুস সাত্তার প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিস জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।