৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক! প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন




আটোয়ারীতে বিতর্কিত শিক্ষকই প্রশিক্ষক! প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৪, ১৯:০১ | 632 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীর প্রাথমিক শিক্ষা পরিবারে পপি আক্তার নামে এক বিতর্কিত শিক্ষককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ বর্জন করেছেন। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলা রিসোর্স সেন্টার আয়োজিত বিষয়ভিত্তিক (বাংলা) প্রশিক্ষণের প্রথম দিন ছিল। অভিযোগ সুত্রে জানা গেছে, ওই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের সমগ্র শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্য উপস্থাপন করে একাধিক স্ট্যাটাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ উপজেলার সকল শিক্ষকবৃন্দ গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে দুটো লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন ও সম্পাদক বাহারাম সিদ্দিকী, প্রশিক্ষণার্থী শিক্ষক সেলিম রেজা, হাসান আলী ও জেসমিন আরা সুলতানা সহ আরো অনেক শিক্ষক জানান, কর্তৃপক্ষের উদাসীনতার কারনে উক্ত শিক্ষকের অভিযোগেগুলোর নিষ্পত্তি না হওয়ার পূর্বেই তাকে প্রশিক্ষক হিসেবে ডেপুটেশন প্রদান করায় আমরা প্রশিক্ষণ বর্জন করেছি। পাশাপাশি পুনরায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। শিক্ষক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকগণ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, প্রায় তিন মাস অতিবাহিত হলো ওই শিক্ষকের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি, অথচ কর্তৃপক্ষ অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান অভিযোগগুলোর সত্যতা শিকার করে বলেন, বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সহকারী শিক্ষক পপি আক্তার বলেন, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আজ বিষয় ভিত্তিক(বাংলা) প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে এসেছি। উপজেলার সচেতন মহলের মতে জেলা শিক্ষা অফিসারের উদাসিনতার কারণে শিক্ষকদের মধ্যে ক্রোন্দলের বিষয়টি নিরসন হচ্ছে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET