পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক ও ইজি বাইক সংঘর্ষে ইজি বাইক চালক সহ ৬ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২০ নভেম্বর) বিকেল প্রায় সাড়ে ৪ টার দিকে উপজেলার আটোয়ারী হতে বোদাগামী পাকা সড়কের উপর কিসমত রেলঘুমটি এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বোদাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২৪ -৫১৭৭) বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজি বাইককে ধাক্কা দিলে ইজি বাইক দুমড়ে মুচ্রে যায়। সেখানে ইজি বাইক চালক সহ ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সড়ক দুর্ঘটনায় আহতরা হলো, ইজি বাইক চালক উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া সরকারপাড়া গ্রামের সাবদুল ইসলামের পুত্র মোঃ মমিনুল ইসলাম(২৪) , রসেয়া গোপালজোত গ্রামের ডালিম চন্দ্র বর্মনের কন্যা ডলি রাণী (১৯), বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের আমলাহার (বড়–য়াপাড়া) গ্রামের দীপক চন্দ্র বর্মনের স্ত্রী তিথি রাণী (২৮), দীপক চন্দ্র বর্মনের কন্যা লতা রাণী (৮), দীপক চন্দ্র বর্মনের পুত্র রূপক চন্দ্র বর্মন (৬) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাবাশপুর গ্রামের রবীণ চন্দ্র বর্মনের কন্যা ঊষা রাণী রায়(১৮)। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে ইজি বাইক চলকের অবস্থা আশংকাজনক। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত ইজি বাইক ও ট্রাক থানায় আনা হয়েছে। এ বিষয়ে কেহ থানায় আসেনি। মামলা হয়নি। ওসি বলেন, কেহ মামলা করতে চাইলে মামলা গ্রহণ করা হবে।