মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাত দিন ব্যাপি এক উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা গত ১২ ফেব্র“য়ারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়। ১৯০ জন শিক্ষার্থী নৃত্য প্রশিক্ষনে অংশ গ্রহন করে। প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠান গতকাল সোমবার (১৯ ফেব্র“য়ারি) প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ। সাত দিন ব্যাপি উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক মোঃ লিটু আনাম।