এনামুল হক নাবিদ,আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা:-আইন মেনে চালাবো গাড়ী,নিরাপদে ফিরবো বাড়ী। এই স্লোগান কে সামনে রেখে আনোয়ারায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ২০১৮ বিষয়ে সচেতন করতে ট্রাফিক ও
পুলিশের বর্ণাঢ্য র্যালি ও লিপলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতামূলক (লিফলেট) প্রচারপত্র বিতরনের মধ্য দিয়ে গাড়ি চালকদের অবগতি করতে রাস্তায় নেমেছেন আনোয়ারা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ।
৬ নভেম্ভর বুধবার সকাল থেকে আনোয়ারা থানা পুলিশের আয়োজনে চাতরী চৌমুহনী বাজার এলাকায় ও বাস-টার্মিনালের সাধারন জনগণ, পথচারী, অটোরিকসা চালক, মোটর সাইকেল চালক, ভ্যান চালক, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের হাতে এ প্রচারপত্র তুলে দেন। সেই সাথে ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’ বলে সতর্ক করেন । প্রচারপত্র বিতরন কালে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ,টি আই সামিউর, সার্জেন্ট সাইফুল সহ এসআই, এএসআই ও পুলিশ সদস্যগন।এতে আরও উপস্থিত ছিলেন চট্রগ্রাম দক্ষিন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আলম,সিএনজি মালিক সমিতির সভাপতি জাগীর আহমদ সহ মালিক ও শ্রমিক নেত্রীবৃন্দ।
আনোয়ারা উপজেলার বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা মূলক প্রচারপত্র বিতরনের সময় পুলিশ কর্মকর্তারা সাধারন জনগণসহ সকল ধরনের যানবাহনের চালকদের ট্রাফিক সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার অনুরোধ করেন এবং গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ প্রদান করেন ।