রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (অারজেএফ) এর নিয়মিত প্রকাশনা অারজেএফ ভয়েস এর উপদেষ্টা সস্পাদক হলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট অাইনজীবী, সমাজ সেবিকা, প্রযোজক, সাংবাদিক ও নারীনেত্রী এ্যাড. শাহিদা রহমান রিংকু। বুধবার (৩ মার্চ ২০২১) অারজেএফ”র চেয়ারম্যান ও অারজেএফ ভয়েসের সম্পাদক এসএম জহিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। ইতিমধ্যে অারজেএফ ভয়েসের উপদেষ্টা সম্পাদক এ্যাড. শাহিদা রহমান’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর হাতে অারজেএফ ভয়েসের ফেব্রুয়ারি ২০২১ ইং এর ম্যাগাজিন সংখ্যা এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন, অারজেএফ”র চেয়ারম্যান ও অারজেএফ ভয়েসের সম্পাদক এসএম জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ও নির্বাহী সম্পাদক মো: অাল-অামিন শাওন এলএল.বি। এদিকে, এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে উপদেষ্টা সম্পাদক মনোনীত করায় তিনি অারজেএফ ভয়েস পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অার এ্যাড. শাহিদা রহমান রিংকু অারজেএফ উপদেষ্টা সস্পাদক হওয়ায় তাঁকে নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।