১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায় পরলোক গমন করেছেন




আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায় পরলোক গমন করেছেন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২৪, ২২:২৪ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায়(৭৭) বার্ধক্যজনিক কারণে শনিবার ( ২১ সেপ্টেম্বর) রাত প্রায় পৌনে ১০টার দিকে বর্ষালুপাড়া গ্রামের নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ২ কন্যা সন্তান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ নঈম উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) শাহীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে পরলোকগমনকারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায়কে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের পারিবারিক শ্মশান ঘাটে(নাগর নদীর পাড়) দাহ কার্য্য সম্পাদিত হয়। ৫বারের সফল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের মৃত বিনয় ভুষন রায়ের পুত্র। তার মুক্তিযোদ্ধা নম্বর : ০১৭৭০০০০১২৬, বেসামরিক গেজেট নং- ৮৮৭, লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০৩৮৫। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সকল ইউপি চেয়ারম্যান , ইউপি সদস্য, ইউপি সচিব,হিন্দু ,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET