
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাংসদ পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেলের রোগমুক্তি কামনায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্দ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গমবার (১৮ জানুয়ারি) বাদ আসর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা,যূগ্ন আহ্বায়ক একরামুল হক সোহেল, মিথুন শর্মা,জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, আজাদ রুবেল, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন,‘আজ বাদ আসর প্রিয় নেতা মাহবুবুর রহমান রুহেল ভাইয়ের করোনা থেকে রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ প্রিয় নেতাকে যেন দ্রুত সুস্থতা দান করেন তাই সবার দোয়া কামনা করছি।
Please follow and like us: