১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উদ্যমে, সৃজনশীলতায়, আগামীর পথে বদরুন্নেসা কলেজে তারুণ্য মেলা আয়োজিত




উদ্যমে, সৃজনশীলতায়, আগামীর পথে বদরুন্নেসা কলেজে তারুণ্য মেলা আয়োজিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৫, ২০:৪৬ | 613 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লামিয়া আক্তার, বদরুন্নেসা কলেজ প্রতিনিধি-
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে তারুণ্য ও পিঠা মেলা ২০২৫ আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার বদরুন্নেসা কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ পরিণত হয়েছিল তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায়। আয়োজিত হয়েছে পিঠা মেলা, যেখানে কলেজের ছাত্রী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এই উৎসব।
এবারের পিঠা মেলা ছিল বিশেষভাবে উৎসর্গ করা তারুণ্যের উদ্দীপনা এবং বাঙালির সংস্কৃতির প্রতি ভালোবাসাকে। মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল, যার মধ্যে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি,সেমাই পিঠা,পাকন পিঠা নারকেলের পিঠা এবং শিক্ষার্থীদের দেয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা । প্রতিটি স্টলই ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম। তিনি তার বক্তব্যে তরুণ উদ্দোক্তাদের তাদের তারুণ্য ধরে রাখার উৎসাহ দেন।
তিনি বলেন, “আমরা তোমাদের উৎসাহ দেই, অনেককিছু করার জন্য যে জিনিসগুলোতে তোমাদের প্রতিভা বিকাশের সুযোগ থাকে বা সৃজনশীল কিছু করার সুযোগ থাকে।আমি মনে করি আমাদের এই মেয়েদের মাঝে অনেক গুণ আছে। আমরা যদি মাঝে মাঝে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করি তাহলে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে এবং এই গুনগুলো বের হয়ে আসবে।”
এসময় প্রতিটি বিভাগের স্টল থেকে কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় শিক্ষার্থীরা।
ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা দেশীয় গানে নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীলতার পরিচয় দেয়। পাশাপাশি শিক্ষকগণ সবগুলো স্টল পরিদর্শনের মাধ্যমে পিঠার স্বাদ নিয়ে পর্যালোচনা করেন সেরা পিঠা নির্বাচন করেন যা আরও উদ্দীপনা যোগায়।
মেলায় আগত দর্শনার্থীরা পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি তারুণ্যের উদ্যম এবং বাঙালি সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।
বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পিঠা মেলা শুধু খাবার নয়, এটি ছিল ঐতিহ্যের সাথে তরুণদের এক অপূর্ব মিলনমেলা। এমন আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য সকলে আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET