এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
উন্নত ও শিক্ষিত জাতি গঠনে মায়েদের ভুমিকা অপরিসীম উল্লেখ করে সন্তানদের ভবিষ্যত সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি মায়েদের সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলাধীন দেওয়ানপাড়ায় মা সমাবেশে এসব কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
শিক্ষিত ও উন্নত জাতি গঠনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী সকল মা’দের অবদান ও করনীয় শীর্ষক এক “মা সমাবেশ” ২৬ফেব্রুয়ারী সোমবার বিকেলে খাগড়াছড়ি’র গুইমারা উপজেলাধীন দূর্গম পাহাড়ী জনপদ দেওয়ানপাড়াতে অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারী জাতীয় শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ব্যতিক্রমধর্মী মা সমাবেশের আয়োজন করেন দেওয়ানপাড়া জেএসএন মিশন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংঘরতœ থের।
প্রত্যন্ত পাহাড়ী জনপদে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে মায়েদেরকে নিরক্ষরতা, অজ্ঞতা দুর ও সচেতনতা বৃদ্ধির জন্য এ মা সমাবেশের আয়োজন করা হয়েছে বলে সংঘরতœ থের সাংবাদিকদের জানান। দেওয়ানপাড়া জেএসএন বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মা সমাবেশে উপজেলার দূর্গম প্রত্যান্ত বিভিন্ন পাড়া-মহল্লার শত শত মা, হেডম্যান-কারবার্রি ছাড়াও ১টি উচ্চ বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি ব্র্যাক স্কুল, ২টি ইউনিসেফ স্কুল ৩টি, ইপসা স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক অংশগ্রহণ করেন। দেওয়ানপাড়া পূর্বরাম বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ.সাগরা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সমাবেশে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, ওসি শাহাদাত হোসেন টিটো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও গুইমারা ইউপি সদস্য সুইজাইউ মারমা, মহিলা ইউপি সদস্য আবাইগ্রী মারমা, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিগণ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উপজেলা সদর থেকে ৬কি:মি: দূরে দূর্গম এ পাহাড়ি এলাকার মা সমাবেশে, উপলক্ষে দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএসএন মিশন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশেনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।