ইউসুফ আহম্মেদ,উল্লাপাড়া প্রতিনিধি:- উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধা (৬৫) এর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধায় উল্লাপাড়া আরএস রেলক্রসিং এ রাস্তা পাড়া হওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে আহত হয়।
এরপর খবর পেয়ে আহত অবস্থায় তাকে উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উল্লাপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল রাত ৯.৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি।