
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে বিনম্রশ্রদ্ধা নিবেদন করেছে বাগেরহাট জেলা বিএনপি।
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরো অনেকে। পাকিস্তান শাসনামল থেকেই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বাঙালিরা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর একটি সভায় ১৮৮টি রাষ্ট্রের সম্মতিতে বিশ্বের প্রথম জাতি হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় ইউনেস্কো। শহীদের স্মরণে দলমত নির্বিশেষে ২১ শে ফেব্রুয়ারী সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বাগেরহাট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক ইন্জিঃ এটিএম আকরাম হেসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য হাজরা আসাদুল ইসলাম পান্না। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দীন মোল্লা (সুজন মোল্লা)। জেলা তাতীদলের সদস্য সচিব জিললুর রহমান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শীরিনা আক্তার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল মোল্লা, জেলা জাসাস নেত্রী লুনা আখতার, যুবদল নেতা জাহাঙ্গীর শেখ, এ্যাডভোকেট ইমরান শিকদার, হাসান শেখ, মনিরুজ্জামান সোহাগ, চাকলাদার হাসিবুর রহমান সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
Please follow and like us: