দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান ব্যারিস্টার রেদোয়ান হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ৫০ তম বোর্ড সভায় তাঁকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। ব্যারিস্টার রেদোয়ান হোসেন এনএলআই সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্যারিস্টার রেদোয়ান হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ছাগলনাইয়া সোসাইটি ঢাকার নেতৃবৃন্দ। এসময় ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র সভাপতি রাশেদুল হাসান রানা, সহ-সভাপতি কাজী ওবায়দুল হক সিরাজী, সহ-সভাপতি মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল খালেক খোকন, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন ও কার্যকরি সদস্য মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।