
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের আঃ হক মোল্ল¬া কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার পরিবার দ্রুত লাশ দেশে আনার দাবী জানান সরকারের প্রতি। তার পরিবার সূত্রে জানা গেছে, জীবন-জীবিকার তাগিদে দীর্ঘ দুই বছর পূর্বে কাতার গিয়ে ছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আঃ হাকিম মোল্লার ছেলে আঃ হক মোল্ল-া(৫৮)। প্রতিদিনের মত কাজ শেষে ২৭ অক্টোবর দুপুরে কাতারের আল খয়রাতিয়া মহাসড়ক পার হওয়ার সময় গাড়ীতে আঃ হককে ধাক্কা দিয়ে সড়কের মধ্যে ফেলে দেয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ওই দেশের সরকারী এ্যাম্বুলেন্সে হামাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার মৃত্যুর সংবাদে পরিবার ও তার আত্মীয়-স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। লাশটি শীঘ্রই দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান তার পরিবার। বর্তমানে আঃ হক মোল্ল¬ার লাশ হামাদ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।