
মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষ্যমের ঠাঁই নেই’ স্লোগানে পাঁচ দফা দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের সামনে তারা এ দাবিতে মানববন্ধন করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগে নিয়ে আসার দাবি জানান।
এছাড়া কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধারভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিকবার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।