একটি মুক্তি, তারপরও……
একটি সুখের গল্পের সমাপ্তি !
সুখগুলো সাজিয়েছিলো ছোট্ট ফুলদানিতে,
ভালোবাসার প্রথম কলি ফুটেছিলো ফুল হয়ে।
সুখগুলো দোল খেতো বারান্দায়
ঝুলানো দোলনাতে বাতাসের ঝাপটা এসে,
শান্তির পরশ বুলাতো চোখে মুখে।
সুখগুলো এগিয়ে চলতো টিক টিক
ঘড়ির কাটার শব্দে,
নিয়ন্ত্রণ হীন সময়ের সাথে।
সুখগুলো ঝুলে থাকতো দেয়ালের পেরেকে,
আর ফ্রেমবন্দি কিছু মুখে।
সুখগুলো সতেজ হতো,
ধোয়া ওঠা চায়ের কাপে আলতো চুমুকে।
সুখগুলো অপেক্ষায় থাকতো টুং টাং কলিংবেলের আওয়াজের দরজার ওপাশে, দাড়ানো একটি হাসি মুখের।
সুখগুলো আজ গৃহবন্দি সেখানে ঝুলছে তালা
দিন দিন সে তালায় মরিচা ধরবে ধুলা জমবে, সুখেরা স্মৃতি হয়ে রবে চিরকাল।










