করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা কাজী মহিন। শুক্রবার বিকেলে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ময়ুরপুর গ্রামের করিম ড্রাইভারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা কাজী মহিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ এফসিএ, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব মহসিন সুধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।