
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (২০) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কলাপাড়া শেখ কামাল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি এবং নিহতের পরিচয় বিস্তারিত জানা যায়নি। তবে তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে, তার নাম ফখরুল ইসলাম, পিতার নাম আজির উদ্দিন, মায়ের নাম ঝরনা বেগম, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও, আকুপুর গ্রাম।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলাপাড়া শেখ কামাল সেতুর উপরে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক তাকে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Please follow and like us: