
জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী উন্নয়নের চিত্র মেলার প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্তরে এই ৩দিনব্যাপী উন্নয়ন চিত্র মেলার প্রদর্শনীর করা হয়।
উন্নয়ন চিত্র মেলার প্রদর্শনী শেষে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া
মুন্সি ইউনিয়নের সকল ওয়ার্ডের উন্নয়নের স্বচিত্র তথ্য উপস্থাপন করে পরিষদের আগামীর কার্য্যক্রম আরো সুন্দর করে গড়ে তলার অঙ্গিকার করেন।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান জামায়াত আলি মুন্সি, মৎস্যজীবী লীগের প্রবীণ নেতা সুরুৎজ্জামান, ইউনিয়নের সচিব আশরাফ সরকার সহ পরিষদের সকল মেম্বার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।