“মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে কালাই উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম রওশন আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল ইসলাম, উপজেলার সফল আত্মকর্মী ও যুব সংগঠকরা।
পরে যুব উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করায় ২৫ জনকে সনদপত্র ও ৩৮ জনকে ১৭,৪৫,০০০ টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলার সরকারী দপ্তরের কর্মকতা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: