
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান বিধান (১৭) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। সে পেশায় শ্রমিক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন সে।
ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রওনা দিয়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটিই নিখোঁজ বিধানের মরদেহ। গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিধান নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
Please follow and like us: