১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।




কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৮ ২০২৩, ০০:৪৮ | 750 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ- 
ধান কাটা নিয়ে বিপাকে এক পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মোঃ আজিজুল হক নামীয় এক কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।
ছাত্রলীগের সহযোগিতা পেয়ে ভীষণ খুশি হোন ঐ কৃষক এবং তার পরিবার। কৃষক মোঃ আজিজুল হক বলেন, ‘তার বাড়ি ক্যাম্পাসের পাশের গ্রাম মালঞ্চ (পূর্ব বুরুঙ্গা)। আরো বলেন ছাত্রলীগের নেতারা জানিয়েছিল ধান কাটায় যদি আর্থিক অসুবিধা হয় আমাদের জানাবেন।তাই আমি জানিয়েছি।সাথে সাথেই তাদের সাড়া পেয়েছি। এতে আমি অত্যন্ত খুশি। আমার অনেক উপকার হয়েছে।
শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার যে উদ্যাগ গ্রহণ করেছে তা ইতিমধ্যেই সারাদেশে সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেবার কাজপ আমরা শামিল হয়েছি।
যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ বলেন, যেকেনো সংকট,সংগ্রাম কিংবা দূর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে।তাই মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রের নির্দেশে কৃষকেকর কষ্ট লাঘবে আমরা ধান কেটে দিয়েছি।
আরেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত সৌরভ বলেন, বঙ্গবন্ধু সবসময় সোনার বাংলা গড়ার ক্ষেত্রে কৃষকদের প্রাধান্য দিয়েছেন। আমরা ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। সেই আদর্শ ধারণ করেই আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুন প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET