
সেভেনটি ওয়ান প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তার কর্মএলাকা উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মজিবর রহমানের নির্বাচনী আচরনবিধি লংগনের সংবাদ সংগ্রহকালে প্রার্থীর সমর্থক কয়েকজন সন্ত্রাসী কায়দায় সাংবাদিক এনামুল হাসান ও তার সাথে থাকা সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
এ বিষয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক এনামুল হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেভেনটি ওয়ান প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এনামুল হাসানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যাথায় সেভেনটি ওয়ান প্রেসক্লাব সাংগঠনিকভাবে সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে।