এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা সোমবার দিনব্যাপী বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মদন সাহা অপুর সভাপতিত্বে ও সমবায়ী কৃষ্ণপদ দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাসছুর রহমান ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক জয়দেব চক্রবর্তী, সমবায়ী নূরুল ইসলাম, বজলুর রহমান, ডাঃ নূরুল ইসলাম, মকবুল হোসেন প্রমুখ।