এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর সার্বজনীন কুঠিবাড়ি মহাশ্মশানে ১৮তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১মার্চ মহানামযজ্ঞের শুভ গন্ধাধিবাস, ২ ও ৩ মার্চ মহানাম সংকীর্ত্তন এবং ৪ মার্চ কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ ও কীর্ত্তন যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। কুঠিবাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দাসের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আওয়ামী লীগনেতা শাহাদাৎ হোসেন, জাপানেতা আবু আক্কাস দাদ্দেত প্রমুখ।