১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এমপির নির্দেশনা ঘূর্ণিঝড়ে গোলাপগঞ্জে ধ্বসে গেছে অসংখ্য ঘরবাড়ি, আহত শতাধিক




ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ এমপির নির্দেশনা ঘূর্ণিঝড়ে গোলাপগঞ্জে ধ্বসে গেছে অসংখ্য ঘরবাড়ি, আহত শতাধিক

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৪, ২১:১২ | 648 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সবক’টি ইউনিয়ন। শিলার আঘাতে সবক’টি ইউনিয়ন ও পৌরসভার মানুষের ঘরবাড়ি, যানবাহন, দোকানপাট, গাছপালা, স্কুল, মসজিদ সহ খোলা আকাশের নিচে থাকা অনেক গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ও বড় বড় গাছ।

আহত হয়েছেন অনেক নারী, পুরুষ ও শিশু। কারো হাত কাটা, কারো মাথা ফাটা, কারো পা কাটা। সকলেই প্রাথমিক চিকিৎসা নিতে সকলে ভিড় করছে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বাজারগুলোর ফার্মেসিতে। ক্ষতির সম্মুখীন হয়েছেন অসংখ্য ব্যবসায়ী। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঝড়ো হাওয়া বইতে থাকে। পরে এই বাতাস রূপ নেয় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। মাত্র কয়েক মিনিটের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে তছনছ করে দেয় সব কিছু। নিঃস্ব করে দেয় শত শত মানুষকে। বজ্রপাত ও বৃষ্টি উপেক্ষা করে ক্ষতিগ্রস্থ মানুষেরা দোকানপাটের মালামাল সামলাচ্ছেন। অন্ধকারে খুঁজে বেড়াচ্ছেন নিজের ঘরের চাল।

গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোপাল চন্দ্র শিব বলেন, গত রাত থেকে আমি ও আমার অফিসের লোকজন বিদ্যুৎবিহীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছি। এসময় শিলাবৃষ্ঠিতে আমার গাড়ির গ্লাস ভেঙ্গে গেছে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ সুদর্শন সেন গণমাধ্যমকে বলেন, গতরাতের শিলাবৃষ্টিতে আজ রাত পর্যন্ত প্রায় ৫৩ জন চিকিৎসা নিয়েছেন। মারাত্বকভাবে আহত ৩ জনকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে। বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমিও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলার ফুলবাড়ি, আমুড়া, ঢাকাদক্ষিণ ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণ বাজার মনিটরিং করেছি। যাতে করে কোন ব্যবসায়ী ঢেউ টিনসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি করে বিক্রি না করে সুলভ মূল্যে বিক্রি করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের সাংসদ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন সহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে কথা বলে খোঁজখবর নিয়েছি। এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET