
নারী এবং মেয়ে শিশুদের প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ে সমন্বয় সভা বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসকেএস ফাউ-েশনের এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রজেক্টের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সমন্বয় সভায় সভাপত্বিত করেন এসকেএস ফাউ-েশন লিগ্যাল এ্যাডভাইজার ও শিশু বিষয়ক আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউ-েশনের জেন্ডার, চাইল্ড প্রটেকশন এবং সেফগার্ড ফোকাল উম্মে কুলসুম ইলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা সমাজসেবা অফিসার নাছির উদ্দিন শাহ, গাইবান্ধার সদর থানার এসআই (ভিকটিম সাপোর্ট সেল) রওজাতুন জান্নাত, প্রোগ্রাম অফিসার (ওসিসি) মো: রুহুল আমিন সরকার, সদর উপজেলা উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. জাফর উল্লাহ মিয়া, বোয়ালী ইউপি চেয়ারম্যান এএম মাজেদ উদ্দিন খান, গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান আলী সাজু, লিগ্যাল এইড জেলা ব্যবস্থাপক আব্দুল হামিদ প্রমুখ।
দলের সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- রিক্তা বেগম, হোসনেআরা বেগম ও ঝরনা বেগম। মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন দিলারা ইসলাম, এ্যাড. শামসুজ্জোহা শামীম, মেহেদী হাসান সোহাগ, আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে। প্রকল্প পরিচিতি এবং কার্যক্রম তুলে ধরেন এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোছা: লাভলী খাতুন এবং প্রজেক্ট অফিসার বিউটি বেগম, মুক্তা বেগম এবং মাহফুজা আক্তার।
অনুষ্ঠানে বৈশাখী টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, হিন্দু বিবাহ নিবন্ধক ভবতোষ রায় মনা, কাজী, ইমাম, সমাজসেবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।