
গাইবান্ধায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৩০ মে) সংগঠনের গাইবান্ধা জেলা শাখা দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালী।
গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবু নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সূচনা করেন।
পরে সংগঠনের জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিঠু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী মন্ডল, আরএইচএম মাহমুদুল আলম ও নাজমা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম আকন্দ ও সাখাওয়াত হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শেখ মুকুল ও ফরহাদ হোসেন, ওয়াজকুরনী আকন্দ, রবিউল মন্ডল, জামিরুল ইসলাম প্রধান, আসাদুজ্জামান রুবেল, আবু সাঈদ ও নিপন কবিরাজ প্রমুখ। শেষে একটি আনন্দ র্যালি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।