২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গুইমারাতে মতবিনিময় সভা,উন্নয়ন প্রকল্পের বিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি




গুইমারাতে মতবিনিময় সভা,উন্নয়ন প্রকল্পের বিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৭:৫১ | 638 বার পঠিত

ইমারার স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,হেডম্যান কার্বারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা এবং শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের বিত্তি প্রস্থর স্থাপন এবং উদ্বোধন করেছেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) খাগড়াছড়ির সাংসদ,জেলা আওয়ামীলী সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ গুইমারার আয়োজনে,বৃহস্পতিবার(১৬ফেব্রুয়ারী) দুপুর ১২টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:)রক্তিম চেšধুরীর সভাপতিত্বে ,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চেšধুরী,খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, নিরোৎপল খিসা,বাবু হিরণজয় ত্রিপুরা, আশুতোশ চাকমা, শুভ মঙ্গল চাকমা,শাহানাজ আক্তার, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক,উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ^াস,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাচাথোয়াই মগ,হেডম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সমীরণ পাল প্রমুখ।

বক্তারা বলেন,কম সময়ের মধ্যে গুইমারা উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।বিএনপির কড়া সমালোচনা করে বর্তমান আওয়ামীলীগ সরকারের  উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বক্তারা বলেন,আওয়ামীলী সরকার ক্ষমতায় থাকার কারণে  সারা বাংলাদেশে সকল সেক্টরে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।তৃণমূলের জনগণ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানান বক্তারা।এসময় প্রধান অতিথি অসহায়দের মাঝে শীতবস্ত্র ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন করেন প্রধান অতিথি।

এর আগে সকাল ১১টায় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাসের বিত্তি প্রস্থর স্থাপন,বুদংপাড়া সরকারি প্রা:বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন,গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম এবং মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের বিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি।মধ্যান্যভোজ শেষে প্রধান অতিথি গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন এবং মুসলিপড়ায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৮৮০৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET