খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায়ম বাবা-ছেলে ২জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। বুধবার(১৯জানুয়ারী)সকাল সাড়ে ৮টায় মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিমেন্ট বাহী ট্রাক (চট্রমেট্রো-ট ১২-০৩৩৮) গুইমারা উপজেলার বুদংপাড়া রবি টাওয়ার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা উদ্ধার অভিযান শুরু করে। এসময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরন করা হয়। গাড়িতে থাকা অপর ২ যাত্রী মানিকছড়ি উপজেলার বিশিষ্ট চাউল ব্যাবসায়ী জীবন মজুমদার (৫৫) ও তার ছেলে রাতিফ মজুমদার (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।