খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
১৬ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে,গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন,মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ,পেয়েছি একটি পতাকা, পেয়েছি স্বাধীনতা। তাই মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হলে এই দেশকে অস্বীকার করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মো: এনামুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান, যুব উন্নয়ন র্কমকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মো: বাবলু হোসেন, সাবেক গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ইউচুপসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বীর মুক্তিযুদ্ধা এবং তাদের পরিবাররাবর্গ উপস্থিত ছিলেন।