৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গুইমারায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত




গুইমারায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৪, ২০:০১ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী,গুইমারা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী,গুইমারা উপজেলা শাখার আয়োজনে,২০ নভেম্বর ২০২৪ বুধবার সকাল ১০টায়  তাদের দলীয় কর্যালয়ে জামায়াতে ইসলামী গুইমারা শাখার মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমীর রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন,জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান,সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মঈন উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংবাদিক এম সাইফুর রহমান ও বি এম বাশার।এছাড়া গুইমারা প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ আব্দুল আলীসহ স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,দীর্ঘ দেড় যুগ পর আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।প্রকাশ্যে কোন মিছিল মিটিং করতে পারিনি।পতিত সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে প্রতিহিংসার রাজনীতি করেছে।গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে।মানুষের অধিকার,ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে সাথে নিয়ে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠণ করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ।
বক্তারা বলেন,ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি তিন জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে।প্রত্যেক শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসান ও জাহাঙ্গীরের শিশু সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সাংবাদিক সমাজসহ নির্যাতিত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিলো,আছে,থাকবে ইনশাআল্লাহ।

ফ্যাসিবাদি সরকারের হাতে রাজনৈতিক নেতৃবৃন্দ,সাধারণ নাগরিক ও  সাংবাদিক সহ কেউ নিরাপদ ছিলোনা।সাংবাদিক সমাজকে মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি।সাংবাদিকদের জাতীর বিবেক উল্লেখ করে বক্তারা বলেন,সাংবাদিকদের কলম যেন সব সময় ন্যায় ও সত্যের পক্ষে থাকে,মজলুমের পক্ষে থাকে,সাদাকে সাদা এবং কালোকে কালো বলে।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিক সমাজের সহায়তা চান জামায়াত নেতারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET