নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সিসিবিভিও-রাজশাহী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার বামলালাল উচ্চ বিদ্যালয় ও হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে দুটি বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বামলালাল উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভাপতি মো: শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন, বামলাহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমতি শিউলি, পিটিএ সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম, সাজ্জাল হোসেন, রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনী ইসলাম, সিসিবিভিওর সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: মাহাবুব হোসাইন। এদিকে হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার, আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম খাতুন,সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এটিএম তারিক ইকবাল, সিরাজুল ইসলাম ভুট্টু ও সিসিবিভিওর সহকারী প্রকল্প সমন্বয়কারী ইমরুল সাদাত। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ নিজ নিজ উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করে, বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্য এরং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে স্বান্তনা পুরষ্কার প্রদান করা হয়। প্রকল্পটি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় সিসিবিভিও-রাজশাহী বাস্তবায়ন করছে।










