
গোলাপগঞ্জে মিশিগান বিএনপির সহসভাপতি আবুল কালামের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট শাখার সাবেক সভাপতি মরহুম এমএ মছব্বির, শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রফিক উদ্দিন ও মরহুম রজিউর রহমান টুনু মিয়া ও অন্যান্য বিএনপির নেতৃবৃন্দের রহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে শামসুল ইসলাম গেদা মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্রদল নেতা রাখেন মারজান আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সাবেক সাংসদ প্রার্থী ফয়ছাল আহমদ চৌধুরী।
শরীফগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালিকের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, ছাত্রদল নেতা জাবেদুর রহমান, অলিউর রহমান প্রমুখ।
সভা শেষে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মুফতি মুহিবুর রহমান।