গোলাপগঞ্জ প্রতিনিধি : বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে গোলাপগঞ্জ ডায়বেটিস সেন্টারের উদ্যোগে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুপুরসাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার ৪নং ওয়ার্ডে স্বরসতীতে এ ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ডায়াবেটিলজিস্ট স্পেশাল ডা. শাহীন আহমেদ চিকিৎসা প্রদান করেন। এসময় প্রায়আড়াই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডায়বেটিস ক্যাম্পে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, এইচএম টিটু, ডিসকা ফার্মার আশরাফুল আলম, নিপ্নো জিএমআই ফার্মার পলাশ দত্ত, বেক্সিম ফামা’রহাবিব রানা, সাংবাদিক খালেদ হোসেন, আব্দুল আজিজ বাবর প্রমুখ।