বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের আয়োজনে বরিশালের গৌরনদীতে শীতের পিঠা উৎসব ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সেক্রেড হার্ট সেন্টারের হলরুমে সাহিত্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।
বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী কবি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, অধ্যক্ষ ড. হারিস মিজান, কবি আব্দুল হাকিম, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কবি রতœ শিকদার রেজাউল করিম, প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, কবি মো. শাহ আলম সেরনিয়াবাত, কবি ডা. মণীষ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে শীতের পিঠা উৎসব