১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে ভর্তির ব্যানারে হাসিনার নামের বানী; স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ




গৌরনদীতে ভর্তির ব্যানারে হাসিনার নামের বানী; স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২৫, ০৩:১৮ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নতুন বছরে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও বানী লেখার অভিযোগ পাওয়া গেছে বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমনকি বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শুক্রবার সকালে একাধীক শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের গেটে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেনীতে ভর্তির জন্য শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ লেখা সম্মিলিত একটি ব্যানার টানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার। বৃহস্পতিবার ব্যনারটি স্থানীয়দের নজরে আসলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা ওই শিক্ষিকার বদলী ও শাস্তির দাবী জানান এমনকি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে যে কোন সময় তিনি লাঞ্চিত হতে পারেন বলেও জানান উত্তেজিত এলাকাবাসী।
স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার জানান, শিক্ষকরা হল জাতির বিবেক তাদের কাছ থেকে এমন দায়িত্বহীনতা কিছুতেই আশা করা যায় না। যে হাসিনার হাতে দেশের এতগুলো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেল, যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায় নি সেই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনার নাম ও বানী শিক্ষার্থী ভর্তির ব্যনারে লেখা মানে জুলাই আগস্টে নিহত শহীদদের নিয়ে হাসি তামাশা করার সামিল। শিক্ষিকা তানিয়া আক্তার তার এই অবহেলা ও দায়িত্বহীনতার দায় এড়াতে পারেন না। এছাড়া ওই শিক্ষিকা মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন না করা, মাসিক মিটিংয়ে অনুপন্থিত থাকাসহ অভিবাবকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করারও অভিযোগ করেন এই বিএনপি নেতা। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার জানান, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। আমরা ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তারকে অফিসে ডেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET