আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল):- বিজয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুল রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, নুর আলম সেরনিয়াবাত, গোলাম হাফিজ মৃধা, বীর মুক্তিযোদ্ধা খান শামচুল হক প্রমুখ। সভায় আগামি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত গ্রহীত হয়।