
বরিশালের গৌরনদীতে পূর্ব শক্রতার জেরধরে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে মোস্তফা সরদার (৩০)কে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ সময় তার আমার সাথে থাকা পাসপোর্টসহ নগদ দেড়লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (০১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার বয়সা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোস্তফা সরদার অভিযোগ করে বলেন, প্রবাসে যাওয়ার জন্য আমি পাসপোর্ট ও নগদ দেড়লাখ টাকা দিতে গতকাল শনিবার বিকালে উপজেলার বয়সা গ্রামের মালয়েশিয়া প্রবাসী গোলাম মাওলার বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে আমি বিকাল ৫টার দিকে বয়সা গ্রামের মাতুব্বর বাড়ির কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরধরে মাদকসেবী রহিম বেপালী, খলিল বেপারী, রহমান বেপারীসহ ৫/৬ জনে অতর্কিত ভাবে আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে আমাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে।
এ সময় আমার সাথে থাকা পাসপোর্টসহ দেড়লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি সাংবাদিকের কাছ থেকে এই প্রথম শুনলাম। এখন খোঁজখবর নেওয়া হবে।