
বৃহস্প্রতিবার (১৮ আগস্ট) ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন আওয়ামীলী ও সহযোগি সংগঠনের উদ্যোগে নতুন মুহুরী বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের
আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও আজিজুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, সহ সভাপতি এবিএম জাহাঙ্গির আলম ভূঁইয়া, সহ সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সম্পাদক রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এবং ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি, দপ্তর সম্পাদক আবদুল বাকি শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি তাজুল ইসলাম মামুন, নুরুল হক, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম, মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সেলিম, ঘোপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জামশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ আলম প্রমুখ। আলোচনার সভার পূর্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা আতা উল্লাহ সিপাত ও মুহুরীগঞ্জ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ওসমান গণি। এসময় ইউনিয়ন
আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: