খুলনার চুকনগরে আটলিয়া ইউনিয়ন সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরনকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চুকনগর বাসষ্ট্যান্ডের যশোর রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোস্তমপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি আবু সাঈদ মাহমুদের সভাপতিত্বে এবং চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি ইউসুফ আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ ইকরাম উদ্দিন সুমন, মাওলানা বায়েজিদ হুসাইন, মাওলানা মোখতার হুসাইন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, মাওলানা মতিউর রহমান, সাংবাদিক হাফেজ মঈনউদ্দিন, বিলায়েত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম, এম এম রুহুল আমীন, মাওলানা বাহারুল ইসলাম, হাফেজ ওসমান গনি, হাফেজ আল আমীন হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সানজান তাসনিম শুভ, তাজিম হোসেন, রকিবুল হাসান, মেহেদি হাসান শুভ প্রমুখ।
Please follow and like us: