২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




চুকনগরে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২২, ২০:৩৭ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক মা। উপজেলার চুকনগর মেডিকেল সেন্টারে সোমবার বিকেল ৫টার দিকে সিজারিয়ানের মাধ্যমে এই তিন নবজাতক ভুমিষ্ট হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামের আব্দুল ওয়াহাব সরদারের স্ত্রী জলি বেগম (১৮) এই ১ম বারেরমত মা হলেন। তিনি সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চুকনগর মেডিকেল সেন্টারের তত্বাবধানে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তার প্রসব বেদনা শুরু হলে তাকে ওই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তাকে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারী করা হলে একই সাথে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। অপরেশনের পর মা ও নবজাতকরা সুস্থ্য আছেন বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম এই অপারেশনটি করেন।
তিনি বলেন, এমনিতে ওই মায়ের বয়স কম এজন্যে তিনি গর্ভধারনের পর থেকেই অপুষ্টিতে ভুগছিলেন। তাছাড়া ডেলিভারীর প্রকৃত সময়ও এখনও হয়নি। এজন্যে নরমাল ডেলিভারীর ঝুঁকি না নিয়ে সিজার করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET