
চুকনগরে আটলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র ইউপি’র সাবেক চেয়ারম্যান চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা সরদার সাইফুল কাদির, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এমএ জলিল, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক ইমরান হুসাইন, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ব্যবসায়ী গাজী মিজানুর রহমান, নব নির্বাচিত ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী, এমএ সালাম, মাওঃ মতিউর রহমান, আলাউদ্দিন মালী, মনিরুল ইসলাম, পতিরাম হালদার, রাশিদুল ইসলাম, পলাশ দাস, আব্দুল হালিম মুন্না, চায়না বেগম, মাসুরা আক্তার জলিল, ফিরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম।