২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • বাংলার অগ্রগতি
  • চুকনগরে পানিবদ্ধ রাস্তার দুর্ভোগ দূরীকরণে তৎক্ষনাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। 




চুকনগরে পানিবদ্ধ রাস্তার দুর্ভোগ দূরীকরণে তৎক্ষনাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। 

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৬ ২০২২, ০২:০৬ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে ২বছর ধরে একটি রাস্তা পানিবদ্ধ হয়ে আছে। একটানা পানিবদ্ধ থাকার কারনে ওই এলাকায় বসবাসকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের ফিডার রোড (কাউন্সিল রোড) থেকে পূর্ব দিকে ৩০০ফুটের মত ইটের সোলিং করে এই রাস্তাটি নির্মিত। মুলতঃ কাউন্সিল রোডের পার্শ্বস্থ ড্রেন দিয়ে রাস্তাটির পানি নিষ্কাশন হত। কিন্তু ৪ বছর আগে কাউন্সিল রোড পুনঃনির্মানের সময় ২ফুটের মত উচুঁ করা হয়। এরপর রাস্তার পূর্বপ্রান্তে একটি নিচু জমি দিয়ে পানি নেমে যেত পূর্বপাশের ড্রেনে। কিন্তু কিছুদিন আগে ওই জমির মালিকেরা জমিতে মাটি ভরাট করে উচুঁ করার কারনে রাস্তা থেকে পানি আর নিষ্কাশন হচ্ছে না। যে কারনে চলতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সামান্য বৃষ্টি হলেও সেই পানি রাস্তায় জমে একদিকে যেমন মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অন্যদিকে পানিতে ময়লা আবর্জনা পড়ে তা পচে দূগন্ধের সৃষ্টি হচ্ছে। এর ফলে ওই এলাকায় বসবাসকারী শতাধিক পরিবার ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে ভিষণ ভোগান্তির শিকার হচ্ছে।
এহন পরিস্থিতিতে এলাকাবাসী রাস্তা থেকে সাময়িকভাবে পানি নিষ্কাশনের জন্যে পুর্ব পার্শস্থ জমির উপর দিয়ে একটি নালা খনন করতে চাইলে জমির মালিকরা রাজি না হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তারপর তারা সম্মিলিতভাবে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। তার প্রেক্ষিতে চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সরেজমিনে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জমির মালিকের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চুকনগর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন মালি, চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুল হালিম শাহীন, মাহাতাপ হোসেন মোড়ল, জমির মালিক সাজ্জাত আলী মোড়ল, তপন কুমার নন্দী, যুবলীগ নেতা ইকবাল হোসেন সালাম প্রমুখ।
মতবিনিময় সভায় এলাকার মানুষের দূর্দশা লাঘবের জন্যে জমির মালিক সাজ্জাত আলী মোড়ল ও তপন কুমার নন্দীর সম্মতিতে তাদের জমির উপর দিয়ে সাময়িকভাবে একটি নালা খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং তাৎক্ষনিক ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় নালাটি খনন করা হয়। তবে রাস্তা থেকে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্যে রাস্তাটি ২ফুট উচুঁ করা এবং রাস্তার পাশ দিয়ে একটি পাকা ড্রেন কাউন্সিল রোডের ড্রেনে সংযুক্ত করার জন্যে খুলনা-৫ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET