
কুমিল্লার চৌদ্দগ্রামে মেসার্স নুসরাত ট্রেডার্সের উদ্যোগে ইনসি সিমেন্ট পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় আটগ্রামস্থ ডলি রিসোর্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসি সিমেন্টের চট্টগ্রাম বিভাগীয় সেলস্ ম্যানেজার আবদুল আলীম সরকার। মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্তাধিকারী ও ইনসি সিমেন্টের ডিলার খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান কনট্রাকটর, সিয়াম সিটি সিমেন্ট বাংলাদেশ লিঃ সেলস্ এক্সকিউটিভ মীর হোসেন মজুমদার, সিয়াম সিটি সিমেন্ট বিডি সেলস্ এক্সকিউটিভ কাজী নুর মোহাম্মদ, সিয়াম সিমেন্ট বিডির ট্রেকনিক্যাল সাপোর্টার সেলস্ ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, সেলস্ ইঞ্জিনিয়ার মোঃ রায়হান হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার ও রাজমিস্ত্রী গণ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে মেসার্স নুসরাত ট্রেডার্স ও ইনসি সিমেন্টের পক্ষ থেকে গিফট প্রদান করা হয়।