কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর, কাশিনগর, শ্রীপুর, ঘোলপাশা, জগন্নাথ ও কনকাপৈত ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জামায়াত-শিবির। শনিবার সকাল থেকেই ইউনিয়নব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। এ সময় তিনি বন্যা কবলিত মানুষের কথা শুনে শ^ান্তনা দিয়ে বলেন, ‘আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি-কম সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে। জামায়াত-শিবির নেতাকর্মীরা আপনাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে’। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবুল হাসনাত মোঃ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্দেশে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়নের জামায়াত-শিবির নেতাকর্মীরা এলাকার বন্যার্ত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, শুকনো খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করছে। প্রবাসীরা অর্থনৈতিক সহযোগিতা করছে। দুর্যোগপূর্ণ এ সময়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত।










